ভারতের জিডিপি হার বাড়ছে দ্রুত হারে, যার প্রমাণ মিলবে ২০২৫-২৬ অর্থবর্ষেই

২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের অর্থনীতি আরও শক্তিশালী হতে চলেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
indian economy.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডি'স পূর্বাভাস দিয়েছে যে, উচ্চ সরকারি ব্যয়, কর হ্রাস ও সুদের হার কমার ফলে আগামী অর্থবর্ষে (২০২৫-২৬) ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশ ছাড়িয়ে যাবে, যা চলতি বছরের ৬.৩ শতাংশ থেকে বেশি।

মুডি'স-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, সরকারি মূলধনী ব্যয় বৃদ্ধি পেয়েছে। যার জেরে মধ্যবিত্তের আয়ের ক্ষেত্রে করের হার ক্রমশ কমছে। অর্থনৈতিক নীতির শিথিলকরণ ও সুদের হার কমানোয় অর্থনীতির হার বৃদ্ধি পাবে ধীরে ধীরে। এসব কারণের জন্যেই ভারতের জিডিপি বৃদ্ধির হার দ্রুত হবে এবং দেশ বিশ্বব্যাপী অন্যতম দ্রুতবর্ধনশীল অর্থনীতিতে পরিণত হবে।

 GDP Data

মুডি'স আশা করছে যে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের গড় মুদ্রাস্ফীতির হার ৪.৫%-এ নেমে আসবে (বর্তমানে ৪.৮%)। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) নীতিগত সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫% করেছে। সুদের হার আরও কমতে পারে, যা বিনিয়োগ ও ভোগ বৃদ্ধিতে সহায়ক হবে।

ভারতের অর্থনীতি ২০২৫-২৬ অর্থবর্ষে আরও শক্তিশালী হতে চলেছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত দ্রুততম হারে অর্থনীতি বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম উদাহরণ হয়ে উঠবে গোটা বিশ্বের সামনে।