নিজস্ব সংবাদদাতা: বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডি'স পূর্বাভাস দিয়েছে যে, উচ্চ সরকারি ব্যয়, কর হ্রাস ও সুদের হার কমার ফলে আগামী অর্থবর্ষে (২০২৫-২৬) ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশ ছাড়িয়ে যাবে, যা চলতি বছরের ৬.৩ শতাংশ থেকে বেশি।
মুডি'স-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, সরকারি মূলধনী ব্যয় বৃদ্ধি পেয়েছে। যার জেরে মধ্যবিত্তের আয়ের ক্ষেত্রে করের হার ক্রমশ কমছে। অর্থনৈতিক নীতির শিথিলকরণ ও সুদের হার কমানোয় অর্থনীতির হার বৃদ্ধি পাবে ধীরে ধীরে। এসব কারণের জন্যেই ভারতের জিডিপি বৃদ্ধির হার দ্রুত হবে এবং দেশ বিশ্বব্যাপী অন্যতম দ্রুতবর্ধনশীল অর্থনীতিতে পরিণত হবে।
/anm-bengali/media/media_files/GfmDSdyDxvqVnmRDFpmk.jpg)
মুডি'স আশা করছে যে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের গড় মুদ্রাস্ফীতির হার ৪.৫%-এ নেমে আসবে (বর্তমানে ৪.৮%)। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) নীতিগত সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫% করেছে। সুদের হার আরও কমতে পারে, যা বিনিয়োগ ও ভোগ বৃদ্ধিতে সহায়ক হবে।
ভারতের অর্থনীতি ২০২৫-২৬ অর্থবর্ষে আরও শক্তিশালী হতে চলেছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত দ্রুততম হারে অর্থনীতি বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম উদাহরণ হয়ে উঠবে গোটা বিশ্বের সামনে।