BREAKING : প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলাচ্ছে রাশিয়া ! কেন এমন দাবি করলেন পোল্যান্ডের ডিজিটাল মন্ত্রী গাওকোস্কি
কী করতে হবে, কী করতে হবে না, আগামীকালের মক ড্রিলে শিখে রাখুন
JKSDRF, জঙ্গি দমনে প্রস্তুত, প্রশিক্ষণ আরও কঠিন
যুদ্ধের হুঙ্কার! প্রস্তুত রাজস্থান, জানিয়ে দেওয়া হল
ওআইসি-র হস্তক্ষেপ প্রত্যাখ্যান, বড় ঘোষণা করে দিল ভারত
পহেলগাঁও হামলায় এই প্রথম, বিজেপির ভুল প্রকাশ্যে আনলো কংগ্রেস
BREAKING : মা সীতাই সমস্ত ভারতীয় নারীর আদর্শ ! কেন এই কথা বললেন রেখা গুপ্তা ?
BREAKING : ধর্মীয় পর্যটনে বাজিমাত করবে ওড়িশা ! পুরীতে ‘শ্রী জগন্নাথ এয়ারপোর্ট’-এর অনুমোদন দিল কেন্দ্র
BREAKING : আগামীকাল সারা দেশে মক ড্রিলের নির্দেশ ! পাঞ্জাবের ফেরোজপুরে আগাম সাইরেন বাজিয়ে চললো প্রস্তুতি

ভয় বাড়াল গিলান বারে সিনড্রোম, এবার বিরল রোগে প্রাণ হারালো একজন

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ভয় ধরেছে সাধারণের মনে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
gb

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবছরের শুরু থেকেই ভয় ধরিয়েছে বিরল স্নায়ু রোগ। পুনেতে প্রথম এই বিরল স্নায়ুরোগ ‘গিলান বারে সিনড্রোম’ (Guillain Barre Syndrome)-এর খোঁজ মেলে। সেই সময়ই একসাথে আক্রান্ত হয় ৩৫ জন। আর এবার প্রথম এল মৃত্যুর খবর। মহারাষ্ট্রে ‘গিলান বারে সিনড্রোম’ (GBS)-এর কারণে প্রথম মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে বলে জানা গেছে। সোলাপুরে সন্দেহভাজন এই সংক্রমণে একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য বিভাগের মতে, ২৬ জানুয়ারি পর্যন্ত পুনে জেলায় মোট ১০১টি জিবিএস কেস রিপোর্ট করা হয়েছে। তবে, সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যা জানা যাচ্ছে, জিবিএস কেসের পরিসংখ্যান অনুযায়ী, ১০১ জন আক্রান্তের মধ্যে – ৮১ জন পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন (PMC) অঞ্চলের, ১৪ জন পিম্পরি চিঞ্চওয়াড়ের এবং ৬ জন পুনে জেলার অন্যান্য অংশে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৩৩ জন মহিলা। বর্তমানে ১৬ জন রোগী ভেন্টিলেশনে রয়েছেন বলেই জানা যাচ্ছে।

gb 1

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ভয় ধরেছে সাধারণের মনে। একজন প্রাণ হারাতেই আতঙ্ক ছড়িয়েছে বাণিজ্যনগরী জুড়ে। মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জনগণকে সতর্ক থাকতে এবং নিম্নলিখিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।

gb syndrom