বন্দির সঙ্গে ঝামেলায় আহত গায়ত্রী প্রজাপতি, কেজিএমইউ হাসপাতালে ভর্তি

স্বামীকে দেখতে হাসপাতালে পৌঁছলেন সমাজবাদী পার্টির অমেঠি বিধায়ক মহারাজী প্রজাপতি।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-01 12.31.44 AM

নিজস্ব সংবাদদাতা: সমাজবাদী পার্টির অমেঠি বিধায়ক মহারাজী প্রজাপতির স্বামী ও দলের প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতিকে আজ লখনউয়ের কেজিএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, জেলায় পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা এক বন্দির সঙ্গে ঝামেলা বাধে প্রজাপতির।

পরে সেই বিতর্ক হাতাহাতিতে রূপ নিলে তিনি সামান্য চোট পান। কর্তৃপক্ষ জানান, তাঁর আঘাত গুরুতর নয়, এটি শুধু উপরের স্তরের চোট।

ঘটনার খবর পেয়ে বিধায়ক মহারাজী প্রজাপতি হাসপাতালে পৌঁছন। এ ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে।