New Update
/anm-bengali/media/media_files/2025/08/08/images-2-2025-08-08-23-25-44.jpeg)
নিজস্ব সংবাদদাতা: নামের তিনটি অক্ষর নিয়ে বিমানবন্দরের কোডনেম রাখা হয় পৃথিবীর সর্বত্র। এদিকে বিহারের গয়া বিমানবন্দরের কোডনেম "GAY" এই নিয়ে এবার মুখ খুললেন বিজেপি সাংসদ। কোডনেম পাল্টাতে বললেন।
সাংসদ ভীম সিংহ গয়া বিমানবন্দরের কোডনেম GAY নিয়ে আপত্তি প্রকাশ করেন। গয়ার মতো শহরের নামে নাকি ইতস্তত বোধ করছেন মানুষ। সম্মানজনক কিছু নাম রাখার প্রস্তাব দিলেন তিনি। কেন্দ্রের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলিধর মহল পাল্টা উত্তর দেন যে কোডনেম পাল্টানো অসম্ভব।
/anm-bengali/media/post_attachments/profile_images/1827309694064459776/qllyimTf_400x400-167254.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us