/anm-bengali/media/media_files/yn1Pux8SOU9niRmpOahE.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃ গত শুক্রবার (২ জুন), ওড়িশার বালেশ্বরে তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় অন্ততপক্ষে ২৭৫ জনের মৃত্যু হয়েছে, আহত ১০০০-এরও বেশি। এই মর্মান্তিক বিপর্যয়ে বহু শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। এই ধরনের শিশুদের পাশে দাঁড়ালেন শিল্পপতি গৌতম আদানি। রবিবার (৪ জুন) আদানি ঘোষণা করেছেন, ওড়িশার ট্রেন দুর্ঘটনায় অভিভাবকহীন হয়ে পড়া শিশুদের বিনামূল্যে স্কুল শিক্ষার ব্যবস্থা করবে তাঁর সংস্থা।
उड़ीसा की रेल दुर्घटना से हम सभी बेहद व्यथित हैं।
— Gautam Adani (@gautam_adani) June 4, 2023
हमने फैसला लिया है कि जिन मासूमों ने इस हादसे में अपने अभिभावकों को खोया है उनकी स्कूली शिक्षा की जिम्मेदारी अडाणी समूह उठाएगा।
पीड़ितों एवं उनके परिजनों को संबल और बच्चों को बेहतर कल मिले यह हम सभी की संयुक्त जिम्मेदारी है।
আদানি বলেন, “ওড়িশার ট্রেন দুর্ঘটনায় আমরা সকলেই অত্যন্ত ব্যথিত। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এই দুর্ঘটনায় যেসব শিশুরা অভিভাবকহীন হয়ে পড়েছে তাদের স্কুল শিক্ষার ভার নেবে আদানি গোষ্ঠী। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দেওয়া এবং এই শিশুদের ভালো ভবিষ্যতের ব্যবস্থা করা আমাদের সকলের যৌথ দায়িত্ব।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us