New Update
/anm-bengali/media/media_files/yUvvLXiUSE7SrU5rsi8C.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ হাতে মাত্র বাকি রয়েছে আর কয়েকটা দিন। এই দিন কয়েকের মধ্যেই যদি আপনি এই গুরুত্বপূর্ণ কাজটি না করেন, তাহলে বাতিল হয়ে যেতে পারে আপনার গ্যাস সিলিন্ডারের কানেকশন।
/anm-bengali/media/post_attachments/c18c03b89a82f4024817a3182346b4694aaa3644e3013ca51f4321ab6c806e05.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, গ্যাস সংস্থাগুলির তরফে ইলেকট্রনিক কেওয়াইসি অভিযান করা হচ্ছে। তাই যেসব উপভোক্তারা এখনো অবধি তাদের কেওয়াইসি সম্পূর্ণ করেননি, আগামী সপ্তাহ থেকে তাদের গ্যাস সিলিন্ডারের কানেকশন বাতিল হতে পারে। তাই অবিলম্বে গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে আপনার কেওয়াইসি নথিভুক্ত করানো বাঞ্ছনীয়।
/anm-bengali/media/post_attachments/c394e1c7986b1f95107f5100906b69dff01a0869d28cca85b4503c026c5b9ac5.jpg)
এক্ষেত্রে উল্লেখ্য যে, উদ্দিষ্ট ব্যক্তির আধার কার্ডের নম্বরের সঙ্গে গ্যাস কানেকশন লিঙ্ক আপ করা আছে কিনা, সেটি যাচাই করাও অবশ্যম্ভাবী।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us