চলছে গণেশ বন্দনা, দেখুন টেকডির মনমুগ্ধ দৃশ্য

গণেশ চতুর্থীতে সেজে উঠেছে মহারাষ্ট্র। এমনই ছবি ধরা পড়ল নাগপুরেও।

ganeshtekdimandir-nagpur (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ গণেশ চতুর্থী। মহা ধুমধামে চলছে পুজো। সেজে উঠেছে গোটা মহারাষ্ট্র। এমনই এক ছবি ধরা পড়ল নাগপুরে।

এদিন সকাল থেকেই মহারাষ্ট্রের নাগপুরে শ্রী গণেশ মন্দির টেকডিতে গণেশ চতুর্থী উপলক্ষ্যে আরতি শুরু হয়েছে। আরতিতে অংশ নিয়েছেন ভক্তরাও।