গ্যাংস্টারের মৃত্যু, প্রশ্ন একাধিক, রহস্যও অনেক

কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনসারি।

New Update
Gangster-turned-politician-Mukhtar-Ansari.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গ্যাংস্টার তথা রাজনীতিবিদ মুখতার আনসারি গত রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছুদিন আগেই তাঁর যাবজ্জীবনের সাজা ঘোষণা হয়েছিল। আর তারপরই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় হাসপাতালে। আর তারপর কাল কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনসারি। তবে তাঁর মৃত্যুর পরই তৈরি হয়েছে নানা রহস্য। অনেকে এমনও দাবি করছে যে, খুন করা হয়েছে আনসারিকে।

ansari death.jpg

এই বিষয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ওপি সিং এদিন বলেন, “রাজ্যে বিভিন্ন ধরণের গুজব ছড়ানো হচ্ছে, এবং একটি উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ এবং প্রশাসন সম্পূর্ণ সতর্ক, বিশেষ করে গাজিপুর, মাউ, আজমগড়, জৌনপুর এবং বারাণসীর মতো এলাকায়। পুলিশ রাস্তায় টহল দিচ্ছে এবং মানুষকে শান্তি বজায় রাখতে এবং গুজব না ছড়াতে বলছে। মুখতার আনসারিকে যখন পাঞ্জাব জেলে বন্দি করা হয়েছিল, তখন তিনি চিকিৎসা সংক্রান্ত অনেক আবেদনপত্র জমা দিয়েছিলেন। কারণ যাতে তাকে উত্তর প্রদেশ আদালতে হাজিরা দিতে না হয়। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তার বিরুদ্ধে বিষ প্রয়োগের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ময়নাতদন্তের পর পরিস্থিতি সম্পূর্ণ পরিষ্কার হবে। মুখতার আনসারি একজন অপরাধী, একজন ডন এবং একজন মাফিয়া ছিলেন। কিন্তু তার মানে এই নয় যে তাঁর মৃত্যুকে ব্যাপকভাবে ভাবতে হবে…”।

mukhtar-ansari-dies.jpg

Add 1