/anm-bengali/media/media_files/XWzrLx1ovAGReZY31WdD.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মান্ডায় গণেশ মিছিলে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে ভাসানের দিন। যা নতুন করে উত্তপ্ত করেছে বেঙ্গালুরুর পরিবেশ। কে বা কারা সেই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে গণেশ পুজোর ভাসানে এই ঘটনা কখনোই মানা যায় না, তাই গর্জে উঠেছে রাজ্য রাজনীতি।
/anm-bengali/media/media_files/VwbW28gXHW3gJP19EX1T.jpg)
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা এদিন বলেন, “গণেশের মিছিল চলাকালীন, কেউ মিছিলে পাথর ছুঁড়েছিল। প্রতিশোধে, এই লোকেরাও একইভাবে প্রতিক্রিয়া জানায়। এখন, সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে আমরা উভয় পক্ষের প্রায় ৫২ জনকে গ্রেপ্তার করেছি। আর চিন্তার কিছু নেই, এখন ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানটা ঘিরে রেখেছেন। সেখানে আর কোনো ঝামেলা হওয়ার কথা নয়। কয়েকজন আহত হয়েছেন, তবে কতজন তা আমি বিস্তারিত পরে জানাব। সকল সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে মিছিলের জন্য। এটি সম্পূর্ণরূপে অবহেলিত হওয়ার মতো নয় বরং আমরা যা যা প্রয়োজন সব ব্যবস্থা নেব”।
#WATCH | Stone pelting on Ganesh procession in Mandya | Bengaluru: Karnataka HM G Parameshwara says, "During Ganesha procession, somebody pelted stones on the procession. In retaliation, these people also responded similarly. Now, everything is under control. We have arrested… pic.twitter.com/DJxYo2m3JF
— ANI (@ANI) September 12, 2024
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us