নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানা (Telangana) রাজ্যের মানুষের মন পেতে বড় কাজ করতে চলেছে বিজেপি দল। কার্যত তেমনই ইঙ্গিত দিলেন রাজ্য সভাপতি। তেলেঙ্গানায় বিজেপির নির্বাচনী প্রচার সম্পর্কে দলের রাজ্য সভাপতি জি কিষাণ রেড্ডি (G Kishan Reddy) বলেছেন, "আগামী দিনগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তেলেঙ্গানায় ছয়টি জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হায়দ্রাবাদে একটি রোড শোও করবেন। অমিত শাহজি, রাজনাথ জি এবং জেপি নাড্ডা সহ দলের সিনিয়র নেতারা এই প্রচারে অংশ নেবেন। তেলেঙ্গানার মানুষ পরিবর্তন চায়।“