ভোটের আগে টাকা বিতরণের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল।

author-image
SWETA MITRA
New Update
bjp cong.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ৩০ অক্টোবর অর্থাৎ আগামীকাল তেলেঙ্গানায় বিধানসভা (Telangana Vote) নির্বাচন রয়েছে। এদিকে এই ভোটের আগে ফের বড় মন্তব্য করলেনকেন্দ্রীয়মন্ত্রীজিকিষাণরেড্ডি (G Kishan Reddy)। তিনিবলেছেন, "৩০নভেম্বরতেলেঙ্গানায়নির্বাচনহতেচলেছে।আমিতেলেঙ্গানারজনগণকেতাদেরভোটাধিকারপ্রয়োগকরারঅনুরোধকরছি।একটিভালোসরকারআসতেহবে। আমিদেবীরকাছেপ্রার্থনাকরিযেভাললোকেরাসরকারেআসুক।বিজেপিরাষ্ট্রেরজন্যভালোকাজকরছে। গতকালসকালথেকেবিভিন্নদল, বিশেষকরেকংগ্রেসবিআরএসপার্টিঅর্থবিতরণকরছে।এটাবন্ধকরানির্বাচনকমিশনকর্মকর্তাদেরদায়িত্ব।নির্বাচনশান্তিপূর্ণভাবেহওয়াউচিত।স্বাধীনতাথাকাউচিত।মদবিতরণবন্ধকরতেহবে।নির্বাচনশান্তিপূর্ণসুষ্ঠুহতেহবে।“