BREAKING: লিথিয়াম ব্লকের খোঁজ রাজস্থানে ! শীঘ্রই নিলামে তোলা হবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

কেন এই কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
 NMFHGV

নিজস্ব সংবাদদাতা : এবার ‘মাইনিং স্টার রেটিং প্রোগ্রাম’ নিয়ে বেশকিছু মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। তিনি বলেন,''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১০ বছর আগে একটি ‘মাইনিং স্টার রেটিং প্রোগ্রাম’ চালু করা হয়েছিল, যা মূলত খনিশ্রমিকদের কল্যাণ ও টেকসই খননের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল।''

1gkishan.jpg

এরপর তিনি বলেন,''রাজস্থানে বেশকিছু লিথিয়াম ব্লক চিহ্নিত করা হয়েছে। সম্পূর্ণ অনুসন্ধানের পর সেই ব্লকগুলি নিলামে তোলা হবে। এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই নিয়েছে।"