পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনও যুক্তি নেই, স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের বেঞ্চ আইনের তিন (আর) অনুচ্ছেদটির উপর স্থগিতাদেশ জারি করে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1573657162supreme-court-of-india

File Picture

নিজস্ব সংবাদদাতা: সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি বিআর গবই ও বিচারপতি এজি মসিহের বেঞ্চ অন্তর্বর্তী রায়ে জানায়, ওই আইনের সব ধারা পুরোপুরি স্থগিত করার কোনও প্রয়োজন নেই। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে—জেলাশাসক বা সমপদমর্যাদার আধিকারিক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না। কারণ, এতে আইন, আদালত ও প্রশাসনের প্রদত্ত পৃথক ক্ষমতার সীমা লঙ্ঘিত হয়।

সংশোধিত ওয়াকফ আইনে উল্লেখ ছিল, কোনও সম্পত্তি ওয়াকফ কি না, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে জেলা শাসকের হাতে। এই প্রভিশন নিয়েই তীব্র আপত্তি তুলেছিল একাংশ। মুসলিম সম্প্রদায়ের দাবি ছিল, এর ফলে তারা তাঁদের বৈধ অধিকার হারাবেন।

এদিন সুপ্রিম কোর্টের বেঞ্চ আইনের তিন (আর) অনুচ্ছেদটির উপর স্থগিতাদেশ জারি করে। আদালতের নির্দেশ, যত দিন না ট্রাইবুনাল সিদ্ধান্ত নিচ্ছে, তত দিন পর্যন্ত কোনও তৃতীয় পক্ষকে অন্য কারও বিরুদ্ধে নতুন অধিকার দেওয়া যাবে না।

waqf-board

প্রসঙ্গত, ওয়াকফ আইনের বৈধতা নিয়ে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে। গত ২২ মে প্রধান বিচারপতি গবইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ রায়দান স্থগিত রেখেছিল। অবশেষে সোমবার আংশিক রায় ঘোষণা করল শীর্ষ আদালত।

উল্লেখ্য, সংসদের দুই কক্ষে বিল পাশ হওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিতে ৫ এপ্রিল, ২০২৫-এ কার্যকর হয় সংশোধিত ওয়াকফ আইন। সেই আইন নিয়েই এখন প্রশ্ন উঠেছে আদালতে।