আজ রাতে পূর্ণ চন্দ্রগ্রহণ ! বিরল মহাজাগতিক দৃশ্যর সাক্ষী থাকবে গোটা পৃথিবী

কখন দেখতে পাবেন এই চন্দ্রগ্রহণ ?

author-image
Debjit Biswas
New Update
lunar.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ রবিবার, ৭ই সেপ্টেম্বর, একটি পূর্ণ চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে গোটা পৃথিবী। এই বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের বিজ্ঞানী সুমিত শ্রীবাস্তব জানিয়েছেন যে, এই পূর্ণ চন্দ্রগ্রহণ খালি চোখেও দেখা যাবে। এই মহাজাগতিক ঘটনাটি প্রায় ৮২ মিনিট ধরে চলবে এবং এইসময়ে চাঁদ পুরোপুরি লাল রং ধারণ করবে, যা 'ব্লাড মুন' নামেও পরিচিত।

lunar.jpg

সুমিত শ্রীবাস্তবের দেওয়া তথ্য অনুযায়ী,''এই পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে ভারতীয় সময় রাত ৮টা ৫৮ মিনিটে। তবে, আসল গ্রহণ শুরু হবে রাত ৯টা ৫৭ মিনিটে। এরপর রাত ১১টা নাগাদ চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় চলে যাবে এবং এই অবস্থা প্রায় ৮২ মিনিট ধরে চলবে। চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ১২টা ২২ মিনিটে। আংশিক ও পেনামব্রাল পর্যায়গুলি (partial and penumbral phases) রাত ২টা ৩০ মিনিটে শেষ হবে।''

এছাড়াও তিনি জানান,''এই বিরল দৃশ্য দেখার জন্য কোনও বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন নেই, খালি চোখেই এই সুন্দর মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।''