নির্বাচনের আগে পেট্রোল-ডিজেলের দাম কমছে?

আর কিছুদিন বাদেই লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে পেট্রোল-ডিজেলের দাম কমবে কি না তা নিয়ে আলোচনা বসেছে নাগরিক মহলে। জেনে নিন আজ রাজধানী সহ কোন রাজ্যে পেট্রোলের দাম কত।

New Update
FDTGHJLSAERHJCJ

নিজস্ব সংবাদদাতা: সামনেই লোকসভা নির্বাচন। নাগরিকদের একাংশ এখন এই আলোচনাতেই ব্যস্ত যে ভোটের আগে কি দাম কমানো হবে পেট্রোল-ডিজেলের। দাম আপাতত না কমলেও, দাম বাড়ছেও না কিন্তু পেট্রোল-ডিজেলের। রাজ্যে মোটামুটি প্রায় এক জায়গাতেই আছে পেট্রোল-ডিজেলের দাম। অন্য রাজেও বদল হয়নি জ্বালানির দাম। ভারতের তেল বিপণন সংস্থাগুলি বুধবার ভোরে জ্বালানির দাম প্রকাশ করেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil Price) দাম কত তার উপর নির্ভর করে ভারতে জ্বালানির (Fuel Price Hike) দাম। রাজ্যগুলিতে আলাদা আলাদা কর থাকায় বিভিন্ন রাজ্যে তেলের দাম বিভিন্ন হয়।

কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬.০৩ টাকা এবং ডিজেলের দাম ৯২.৭৬ টাকা প্রতি লিটারে আছে। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০২.৬৩ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪.২৪ টাকা।

মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৬.৩১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৪.২৭টাকা ।

রাজধানীতে এক লিটার পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৬২ টাকা।

add 4.jpeg





cityaddnew

স

স