“বস্তি থেকে পাহাড়ি গ্রাম— প্রতিটি ঘরে পৌঁছেছে উন্নয়ন”— ছত্তিশগড়ে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

“বিদ্যুৎ, ইন্টারনেট, উজ্জ্বলা গ্যাস— এখন আমাদের লক্ষ্য পাইপলাইনের মাধ্যমে সাশ্রয়ী গ্যাস পৌঁছে দেওয়া,” বললেন প্রধানমন্ত্রী।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-01 4.51.11 PM

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের সার্বিক উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলির সাফল্য তুলে ধরলেন। তিনি বলেন, “আমাদের সরকার নিরলসভাবে কাজ করছে যাতে আপনাদের জীবনের কষ্ট কমে। আজ ছত্তিশগড়ের প্রত্যেক গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে, ইন্টারনেট সংযোগও পৌঁছে গেছে।”

প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, “একসময় একটি গ্যাস সিলিন্ডার পাওয়া ছিল স্বপ্নের মতো। কোনো পরিবারের ঘরে যখন গ্যাস সিলিন্ডার আসত, তখন প্রতিবেশীরা দূর থেকে তাকিয়ে ভাবত— কবে আমাদের ঘরেও আসবে! সেই কারণেই আমরা উজ্জ্বলা যোজনা শুরু করি, যাতে প্রত্যেক গরিব, দলিত ও আদিবাসী পরিবারের ঘরে রান্নার গ্যাস পৌঁছায়।”

তিনি আরও জানান, “আজ ছত্তিশগড়ের প্রত্যন্ত গ্রামেও গ্যাস সংযোগ পৌঁছে গেছে। তবে আমাদের প্রচেষ্টা এখানেই শেষ নয়— এখন আমরা কাজ করছি যাতে পাইপলাইনের মাধ্যমে সাশ্রয়ী গ্যাস সরাসরি রান্নাঘরে পৌঁছে দেওয়া যায়, যেমন পানি আসে কলের মাধ্যমে।”

মোদির বক্তব্যে উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক কল্যাণের বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র উন্নয়ন নয়, বরং প্রতিটি নাগরিকের জীবনে মর্যাদাপূর্ণ পরিবর্তন আনা।”

জনসভায় বিপুল জনসমাগম দেখা যায় এবং প্রধানমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গোটা প্রেক্ষাগৃহে।