New Update
/anm-bengali/media/media_files/AdRfgEDARB3DVwcYL1EV.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই খুশির ঈদ (Eid) ভারতে। রমজান ও ঈদ উপলক্ষে আজ অর্থাত্ শুক্রবার ও আগামিকাল শনিবার দুইদিনই ব্যাঙ্ক বন্ধ (Bank Close) থাকবে কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে। শুক্রবার ঈদ-উল-ফিতর (Eid al-Fitr) উপলক্ষে দেশের কিছু অংশে ব্যাঙ্ক বন্ধ। যেহেতু আগামিকাল চতুর্থ শনিবার, তাই এমনিই ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday) থাকছে। শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে যেসব জায়গায় সেগুলি হলো পশ্চিমবঙ্গ, বেলাপুর, ভোপাল, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, হায়দরাবাদ, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনৌ, মুম্বই, নাগপুর, দিল্লি, পানাজি, পটনা, রায়পুর, রাঁচি, শিলং, শ্রীনগর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us