ভারতীয় নৌবাহিনী দিবসে শুভেচ্ছায় ফরাসি দূতাবাস

রাফালে মেরিন, যৌথ মহড়া ও সমুদ্র নিরাপত্তায় সহযোগিতা—ভারত-ফ্রান্স নৌসম্পর্ক আরও দৃঢ় করার বার্তা।

author-image
Aniket
New Update
G7SdG0tasAAhtj3

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় নৌবাহিনী দিবস ২০২৫ উপলক্ষে ফরাসি দূতাবাস অভিনন্দন জানিয়েছে ভারতীয় নৌবাহিনীকে। দূতাবাসের সরকারি এক্স পোস্টে বলা হয়েছে, রাফালে মেরিন যুদ্ধবিমান সরবরাহ, মেরিটাইম কোঅপারেশন সংলাপ, নিয়মিত যৌথ টহল ও মহড়ার মাধ্যমে ভারত-ফ্রান্স নৌ-সহযোগিতা আরও দৃঢ় হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, দু’দেশ যৌথভাবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মুক্ত, উন্মুক্ত ও নিরাপদ সমুদ্রপথ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কৌশলগত স্বায়ত্তশাসন ও প্রতিরক্ষা অংশীদারত্ব আরও গভীর করার আশা প্রকাশ করেছে ফরাসি দূতাবাস।