/anm-bengali/media/media_files/kiba7KJG5RHltqjTKD1M.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ গুজরাটের গান্ধীনগরে বুধবার থেকে শুরু হয়ে গেল ভাইব্রেন্ট গুজরাট সামিট ২০২৪ (Vibrant Gujarat Global Summit 2024)। সম্মেলনে হাজির হয়েছেন বিশ্বের বহু নেতা। এদিকে এই বিশেষ সামিট নিয়ে বড় মন্তব্য করলেন কিউএক্স গ্লোবাল গ্রুপের সিইও ফ্র্যাঙ্ক রবিনসন। তিনি বলেন, "গুজরাট একটি প্রবৃদ্ধির রাজ্য। আমাদের ব্যবসার সদর দফতর এখানে গুজরাটে। আমরা আনন্দিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি প্রবৃদ্ধির জন্য। প্রধানমন্ত্রী মোদীর মতো আমাদেরও গুজরাটকে অ্যাকাউন্টেন্সির বৈশ্বিক কেন্দ্র হিসাবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে।“
#WATCH | Gandhinagar: On Vibrant Gujarat Global Summit 2024, CEO of QX Global Group, Frank Robinson says, "Gujarat is a growth state. Our business is headquartered here in Gujarat. We are delighted that PM Modi's vision is for growth... Like PM Modi we have a vision of making… pic.twitter.com/eiDNfzPbdj
— ANI (@ANI) January 10, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us