/anm-bengali/media/media_files/9D7lRGT6JmsFzuTotO9F.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃ দেশের প্রায় সব রাজ্যে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। বিহারের একাধিক এলাকায় বজ্রসহ তীব্র বৃষ্টিপাত শুরু হয়েছে। জানা গিয়েছে, বিহারের পূর্ণিয়ায় একটি জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার মহিলার মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। শোক প্রকাশের পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
Bihar CM Nitish Kumar condoles the demise of four women who died due to electrocution while working in a field in Purnea. The CM also announces an ex-gratia of Rs 4 Lakhs each for the next of kin of all the deceased.
CM also gives directions for free medical treatment of two… pic.twitter.com/alZtlkWANg
মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, "মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পূর্ণিয়ার একটি জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া চার মহিলার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মৃতদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এই ঘটনায় আহত আরও দু'জনের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us