লড়াই, সেনার গুলিতে ঝাঁঝরা ৪ জঙ্গি, শহিদ ২ জওয়ান!

ফের সেনা-জঙ্গির গুলির লড়াই জম্মু-কাশ্মীরে।

author-image
Aniruddha Chakraborty
New Update
indian army edit .jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃকাশ্মীরে অব্যাহত সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গীদের গুলির লড়াই। ভিন্ন-ভিন্ন জায়গায় গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন দুই জওয়ান। জানা গিয়েছে, গুলির লড়াইয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে চার জঙ্গির। আরও চারজন অন্যত্র কোথাও লুকিয়ে রয়েছে বলে অনুমান করছে বাহিনী। জেলায় জঙ্গিদের উপস্থিতি নিয়ে আগেই খবর ছিল সেনার কাছে। সেই মতোই তাঁরা শনিবার একদম সকাল থেকে শুরু করে তল্লাশি অভিযান। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সেই তল্লাশি চলাকালীন শুরু হয় সেনা সঙ্গে বাহিনীর সংঘর্ষ।