BREAKING: অবৈধভাবে ভারতে প্রবেশ! বড় আপডেট

কোথা থেকে ধরা হল তাদের?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: আগরতলা রেলওয়ে স্টেশনে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং ট্রেনে করে অন্যান্য রাজ্যে যাওয়ার চেষ্টা করার অভিযোগে আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ যৌথ অভিযান চালিয়ে চার বাংলাদেশী নাগরিককে আটক করেছে। 

গ্রেফতারকৃতদের নাম হল: জাহিদুল ইসলাম ওরফে জহির (৪২) ঢাকা; দিলওয়ার হোসেন (৪৪) শরীয়তপুর; জামিরুল ইসলাম (২৭) পঞ্চগড় এবং মোহাম্মদ জিয়া (৩৫) জামালপুর।

GRP & RPF of Agartala Seizes Cannabis 14 KG. - TRIPURA STAR NEWS