নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটক নির্বাচনের আগে ফের ধাক্কা খেল হাত শিবির। আরও এক কংগ্রেস নেতা যোগ দিলেন জেডি (এস)-এ। জানা গিয়েছে, প্রাক্তন এমএলসি এবং কংগ্রেস নেতা রঘু আচার জেডি (এস) জেডি (এস) এ যোগ দিয়েছেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেডি (এস) নেতা এইচডি কুমারস্বামী।