/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও অচলপুরের প্রাক্তন বিধায়ক বচ্চু কাডু ওরফে ওমপ্রকাশ কাডুকে সরকারি কর্মে বাধা ও হুমকি দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত করেছে মুম্বাই সেশন আদালত। ঘটনাটি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের, যখন কাডু এক আইএএস কর্মকর্তা প্রদীপ পি-এর দপ্তরে ঢুকে পড়ে তার কাজে বাধা দেন ও হুমকি দেন। এ ঘটনায় মেরিন ড্রাইভ থানায় এফআইআর দায়ের হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর সেশন আদালত কাডুকে দোষী ঘোষণা করে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও প্রতিটি অপরাধের জন্য ৫ হাজার টাকা করে মোট তিনটি পৃথক অপরাধে জরিমানা ধার্য করেছে। আদালতের রায় অনুযায়ী, প্রতিটি অপরাধ মামলার নথিভুক্ত ধারায় নথিভুক্ত শাস্তি কার্যকর হবে।
Former Maharashtra minister and former MLA from Achalpur in Amravati, Bacchu Kadu alias Omprakash Kadu has been convicted by a court in Mumbai for obstructing a government servant on duty and threatening him. The case is of September 2018, when Kadu had barged into office of an…
— ANI (@ANI) August 12, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us