লখনউ জেলা জেলে প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতি আহত, চিকিৎসার পর সুস্থ

পরিচ্ছন্নতার কাজে থাকা এক বন্দির সঙ্গে ঝামেলা গড়ায় হাতাহাতিতে, আলমারি দিয়ে আঘাত।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2


নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতি লখনউ জেলা জেলের হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় আহত হন। জেল প্রশাসন সূত্রে জানা গেছে, হাসপাতালের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা এক বন্দির সঙ্গে তাঁর ঝামেলা বাঁধে। পরে পরিস্থিতি হাতাহাতিতে গড়ালে ওই বন্দি আলমারির স্লাইডিং অংশ দিয়ে প্রজাপতিকে আঘাত করে।

ডিজি প্রিজন জানিয়েছেন, ঘটনায় গায়ত্রী প্রজাপতি আঘাত পেলেও দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। ঘটনার পর জেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।