/anm-bengali/media/media_files/knW8TkSFVH8dsCSO35Y2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মাথায় হয়েছে টিউমার। হাসপাতালে ভর্তি করা হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশীকে। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে আজ। জানা গেছে যে ব্রেন টিউমার জটিল আকার ধারণ করায় নানা শারীরিক সমস্যা হয় তাঁর। এখন সুস্থ রয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতাল থেকে জানানো হয়েছে যে শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো হলেও বিশেষ চিকিৎসার প্রয়োজন।
Former Maharashtra CM Manohar Joshi admitted due to complications from a brain tumour, is stable, but continues to need critical management: PD Hinduja Hospital & Medical Research Centre, Mumbai pic.twitter.com/pWkY1O2Mo8
— ANI (@ANI) May 23, 2023