অযোধ্যায় বাঁধভাঙ্গা জনপ্লাবন, ভাসা হারিয়ে ফেললেন প্রাক্তন DRDO প্রধান

দেশজুড়ে এখন রাম উন্মাদনা। সেজে উঠেছে অযোধ্যা নগরী।

author-image
SWETA MITRA
New Update
ram tempss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ রাম মন্দিরের (Ram Temple) গ্র্যান্ড ওপেনিং হবে। একপ্রকার নববধূর সাজে সেজে উঠেছে অযোধ্যা (Ayodhya) নগরী। একের পর এক হেভিওয়েট আসতে শুরু করেছেন এই অযোধ্যায়। এদিকে ডিআরডিও-র প্রাক্তন প্রধান ডাঃ সতীশ রেড্ডি বড় মন্তব্য করলেন। তিনি বলেছেন, "এ এক অসাধারণ অনুভূতি। মরিয়ম পুরুষোত্তমের মন্দির এখানে। আমরা এখানে আসতে পেরে এবং এই ইভেন্টে অংশ নিতে পেরে অত্যন্ত আনন্দিত।“