চন্দ্রযান-২-এর ভুল থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ ISRO-র

ইসরো জানিয়েছে, ল্যান্ডার বিক্রমের স্বাস্থ্য ভালো আছে, এটি ভালো কাজ করছে। এর সেন্সরগুলো অবতরণের জায়গা খুঁজছে। ইসরো জানিয়েছে, চন্দ্রযান-২ এর কিছু অংশ বর্তমানে চাঁদের কক্ষপথে সক্রিয় রয়েছে, তাদের কাছ থেকে তথ্য পাওয়া যাচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
k,mnb

নিজস্ব সংবাদদাতাঃ ইসরোরচন্দ্রযান-৩ (Chandrayaan 3)মিশনতারলক্ষ্যেরকাছাকাছিপৌঁছেছে।এরল্যান্ডার 'বিক্রম' চাঁদেরউপবৃত্তাকারকক্ষপথেপ্রদক্ষিণকরছিল।এই চন্দ্রযান আগামী২৩আগস্টসন্ধ্যা.০৪মিনিটেচন্দ্রপৃষ্ঠেনরমঅবতরণেরচেষ্টাকরবে বলে জানিয়েছে ইসরো (ISRO)।অন্যদিকেরবিবারখবরআসেযেরাশিয়ারলুনা-২৫যানঅবতরণেরসময়বিধ্বস্তহয়েছে, তাইএখনগোটাবিশ্বেরনজরচন্দ্রযান--এরদিকে। এদিকে চন্দ্রযান নিয়ে অবশেষে ফের মন্তব্য করলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে সিভান। তিনি বলেন, ‘আগেরবার অবতরণ প্রক্রিয়ার পরে আমরা ডেটা অধ্যয়ন করেছি, তার ভিত্তিতে সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানেই মার্জিন কম, আমরা সেই মার্জিন বাড়িয়েছি। চন্দ্রযান-২ থেকে আমরা যে শিক্ষা নিয়েছি, তার ভিত্তিতে ভারত আরও শক্তি নিয়ে এগিয়ে চলেছে।‘