/anm-bengali/media/media_files/wi9VpznPP9bdn8TBiyL3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারত-কানাডা বিতর্ক প্রসঙ্গে প্রাক্তন কূটনীতিক কে পি ফ্যাবিয়ান বলেন, "ভারতের সিদ্ধান্ত সঠিক। জাস্টিন ট্রুডো যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন পরিস্থিতির উন্নতি হবে না। ২০২৫ সালে কানাডায় এমন একটি নির্বাচন হবে যেখানে জাস্টিন ট্রুডো জিততে পারবেন না, যখন নতুন সরকার ক্ষমতায় আসবে তখন আমাদের সম্পর্কের উন্নতি হতে পারে। কিন্তু আমরা কোনো সিগন্যাল দেখতে পাইনি।"
#WATCH | On India-Canada row, former Diplomat K P Fabian says, "India's decision is right...Till Justin Trudeau is there in power, the situation will not improve...In 2025 there will be an election in Canada in which Justin Trudeau will not win when the new government comes to… pic.twitter.com/hVXpnQc9jQ
— ANI (@ANI) October 14, 2024
প্রসঙ্গত, এর আগে বিদেশমন্ত্রকের তরফে প্রেস বিবৃতি জারি করে বলা হয়েছে, কানাডার ৬ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। জানা গিয়েছে, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বা তার আগে ভারত ছাড়তে হবে তাঁদের।
ভারত সরকার নিম্নলিখিত ৬ জন কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে: স্টুয়ার্ট রস হুইলার, ভারপ্রাপ্ত হাই কমিশনার, প্যাট্রিক হেবার্ট, ডেপুটি হাই কমিশনার, মেরি ক্যাথরিন জলি, প্রথম সচিব, ল্যান রস ডেভিড ট্রাইটস, প্রথম সচিব, অ্যাডাম জেমস চুইপকা, প্রথম সচিব, পলা অরজুয়েলা, প্রথম সচিব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us