মুখ্যমন্ত্রীর উপর আস্থা হারিয়ে ফেলেছে দলঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী

এ বছর ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেস একটি বড় সিদ্ধান্ত নিয়েছে এবং টিএস সিং দেওকে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
bjp cong.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের ক্ষমতাসীন কংগ্রেস (Congress) সরকারকে নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং (Raman Singh)।

https://www.anmnews.in/job/have-skills-in-punjabi-language-apply-now

তিনি আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘গতকালকংগ্রেসেরপক্ষথেকেএকটিবড়সিদ্ধান্তনেওয়াহয়, যাতেভূপেশবাঘেলেরমুখমুখ্যমন্ত্রীপদথেকেসরানোহয়।ঘোষণাকরাহয়েছিলযেকংগ্রেসসম্মিলিতনেতৃত্বনিয়েনির্বাচনেপ্রতিদ্বন্দ্বিতাকরবে। 'ভূপেশপেভরসাহ্যায়' স্লোগানটিএখন 'ভূপেশহ্যায়তোভ্রষ্টচারহ্যায়'-পরিবর্তিতহয়েছে।এটানিশ্চিতযেকংগ্রেসেরকেন্দ্রীয়নেতৃত্বভূপেশবাঘেলেরউপরআস্থাহারিয়েফেলেছে।‘

https://www.anmnews.in/job/can-you-write-and-speak-marathi-language-apply-now