/anm-bengali/media/media_files/gd0VghgIfl3UjVrBX2uR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার কংগ্রেসকে নজিরবিহীন ভাষায় নিশানা করল বিজেপি (BJP)। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা রমন সিং নতুন সংসদ ভবনের উদ্বোধন বিতর্ক নিয়ে অবশেষে মুখ বলেছেন। আর এই ভবনের উদ্বোধনের বিষয়ে নিয়ে কংগ্রেসকে (Congress) নিশানা করে তিনি বলেন, 'নতুন সংসদ ভবন নিয়ে রাজনীতি করে দ্বৈত মুখ দেখাচ্ছে কংগ্রেস।‘ আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর এই নিয়েই সুর চড়িয়েছে বিরোধীরা। এমনকি অনুষ্ঠান বয়কটের ডাকও দিয়েছে বিজেপি বিরোধী দেশের ১৯টি দল। তাঁদের বক্তব্য, দেশের রাষ্ট্রপতি না করে এই নতুন সংসদ ভবনের উদ্বোধন প্রধানমন্ত্রী কেন করছেন? দেখুন ভিডিও...
#WATCH | Former Chhattisgarh CM and BJP national vice president Raman Singh speaks on the new Parliament building inauguration row. Says, "Congress is showing dual-face by doing politics on the new Parliament building." pic.twitter.com/I3NQkAzZYz
— ANI (@ANI) May 25, 2023