নিজস্ব সংবাদদাতা: দেশের প্রধানমন্ত্রী বার বার দাবি করছেন মুসলমানদের সংরক্ষণ হতে দেবেন না তিনি। এই নিয়ে পাল্টা মন্তব্য করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা লালু প্রসাদ যাদব।
/anm-bengali/media/media_files/Qo72lbldxXLZ6qWLXiaA.png)
লালু প্রসাদ বলেন, 'ভোট আমাদের পক্ষে... ওরা বলছে জঙ্গলরাজ হবে কারণ ওরা ভয় পেয়েছে, উস্কানি দেওয়ার চেষ্টা করছে...সংবিধান ও গণতন্ত্র শেষ করতে চায়... সংরক্ষণ তো পাওয়া উচিত মুসলমানদের'।
/anm-bengali/media/media_files/sMMv7LHsTG0yZHTzM3KT.jpg)
/anm-bengali/media/post_attachments/4255b1cb2528573b4f6e18cd25b835a45942eebba7d0cae26fa89d2d20f007a2.webp)