/anm-bengali/media/media_files/2025/07/13/special-intensive-revision-2025-07-13-11-06-13.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিহারে চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) কার্যক্রম চলাকালীন বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাইয়ের সময় বিপুল সংখ্যক নেপাল, বাংলাদেশ ও মায়ানমারের নাগরিকের সন্ধান পেয়েছেন বুথ লেভেল অফিসাররা। নির্বাচন কমিশনের (ইসি) উচ্চ পর্যায়ের সূত্রে খবর, এইসব ব্যক্তিদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, যতক্ষণ না নির্ধারিত যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে।
সূত্র জানায়, আগামী ১ আগস্ট ২০২৫ থেকে এইসব সন্দেহভাজন নামের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে এবং যাচাই-বাছাই শেষ হওয়ার পর ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের এক পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, "যে সব নাম সন্দেহজনক বলে মনে হয়েছে, বিশেষত বিদেশি নাগরিক বলে চিহ্নিত, সেগুলো তালিকাভুক্ত করার আগে বিস্তারিত যাচাই প্রক্রিয়া শুরু হবে। তদন্তে তাদের ভারতীয় নাগরিকত্বের যথার্থ প্রমাণ না পাওয়া গেলে, সেই নামগুলো চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হবে।"
/anm-bengali/media/post_attachments/ibnlive/uploads/2025/07/bihar-2025-07-0acdfd4ac3c2c080edc2ba65c8962575-16x9-571958.jpg?impolicy=website&width=640&height=360)
বিশেষ নিবিড় সংশোধনের অংশ হিসেবে, বিহারের গ্রাম ও শহরের প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা যাচাই করছেন BLO (Booth Level Officer) রা। এই প্রক্রিয়াতেই উঠে আসে বহু বিদেশি নাগরিকের উপস্থিতির তথ্য। সংশ্লিষ্ট এলাকাগুলিতে এই ধরনের ঘটনায় প্রশাসনিক তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সূত্র।
ইসি জানিয়েছে, কোনো ভারতীয় নাগরিক যেন বাদ না পড়েন এবং কোনো বিদেশি নাগরিক যেন ভোটার তালিকায় ঢুকে না পড়েন— তা নিশ্চিত করতেই এই যাচাই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্ব সহকারে পরিচালিত হচ্ছে।
বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী জেলাগুলিতে অবৈধ বসবাসকারীরা ভোটার তালিকায় ঢুকে পড়ছেন। তবে নির্বাচন কমিশন এ বিষয়ে নিরপেক্ষ ও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
During house-to-house visits during SIR (Special Intensive Revision) in Bihar, a large number of people from Nepal, Bangladesh and Myanmar have been found by Booth Level Officers. Their names shall not be included in the final list to be published on 30 Sep 2025 after proper…
— ANI (@ANI) July 13, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us