New Update
/anm-bengali/media/media_files/CrlqAofN7h7OAAmcUIyI.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ যৌন নিগ্রহ ও সেক্স টেপ মামলায় গ্রেফতার অবশেষে গ্রেফতার হলেন জেডিএস সাংসদ প্রজ্বল রেভান্না। সূত্র মারফত জানা গিয়েছে যে, জার্মানি থেকে ফিরতেই, বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাকে।
/anm-bengali/media/post_attachments/96e215d6a55296353233d658890892d7c0233f1d796127ea618a6dbae22374be.jpg?im=FaceCrop,algorithm=dnn,width=1200,height=738)
তার বিরুদ্ধে অভিযোগ যে, বাড়ির পরিচারিকা থেকে শুরু করে একাধিক মহিলার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন এবং তাদের ভিডিয়ো রেকর্ড করা। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। সূত্র মারফত জানা গিয়েছে যে, রেভান্নার বাড়ি থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে পুলিশ। গত ১৪ মে অপহরণ এবং যৌন নির্যাতন মামলায় জামিন পেয়েছিলেন রেভান্না। কিন্তু অবশেষে তাকে দোষী সাব্যস্ত করে গ্রেফতার করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/aecaeaad3e7e8407202721d70750daa9eb03023b46c1c2e2ce3f1934e882811a.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us