'অনির্দিষ্টকালের জন্য' স্থগিত পরিকল্পনা, মোতায়েন থাকছে সেনা

সীমান্তের ওপার থেকে সন্ত্রাসী হামলার কারণে জম্মু (Jammu) অঞ্চলের কয়েকটি এলাকা থেকে সেনা (Army) প্রত্যাহারের পরিকল্পনা 'অনির্দিষ্টকালের জন্য' স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

author-image
Pritam Santra
New Update
ia

নিজস্ব সংবাদদাতা: সীমান্তের ওপার থেকে সন্ত্রাসী হামলার কারণে জম্মু (Jammu) অঞ্চলের কয়েকটি এলাকা থেকে সেনা (Army) প্রত্যাহারের পরিকল্পনা 'অনির্দিষ্টকালের জন্য' স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে। জম্মু অঞ্চলে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী বাহিনী রাষ্ট্রীয় রাইফেলসের প্রভাব কমিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ (J&K Police) ও আধাসামরিক বাহিনীর হাতে নিরাপত্তার ভার তুলে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার, খবর এমনটাই। জম্মু অঞ্চলে সেনাবাহিনীর তিনটি সিআইএফ (CIF) রয়েছে। ডেল্টা ফোর্স (যা ডোডা অঞ্চলের দেখভাল করে), রোমিও ফোর্স (রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলের দেখভাল করে) এবং ইউনিফর্ম ফোর্স (উধমপুর এবং বানিহাল অঞ্চলের দেখভাল করে) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে।