চলছে ড্রিলিং, ৬ ইঞ্চি পাইপলাইনের মাধ্যমে শ্রমিকদের পাঠানো হচ্ছে খাবার

বিগত ১১ দিন ধরে সুড়ঙ্গের ভেতরে আটকে রয়েছেন বহু শ্রমিক।

author-image
SWETA MITRA
New Update
uttarkashi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরকাশীর (Uttarkashi) সুড়ঙ্গে বিগত ১১ দিন ধরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। যার মধ্যে ৬ জন আবার বাংলার শ্রমিক। এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সুড়ঙ্গেরভিতরেআটকেপড়াশ্রমিকদেরজন্যখাবারপ্যাককরাহচ্ছে।ইঞ্চিপাইপলাইনেরমাধ্যমেশ্রমিকদেরকাছেএই খাবারপৌঁছেদেওয়াহবে বলে খবর।