ফুঁসছে নর্মদা, সরানো ৫৫০০-এরও বেশি মানুষকে

গুজরাটের ভারুচ ও অঙ্কলেশ্বর স্টেশনের মধ্যে নর্মদা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

author-image
SWETA MITRA
18 Sep 2023
narmada river.jpg

নিজস্ব সংবাদদাতাঃ হু হু করে নর্মদা নদীর (Narmada River) জলস্তর বাড়ছে। এদিকে ভয়ে কাঁপছেন গুজরাটের মানুষ। টানা বর্ষণে গুজরাটের বিভিন্ন স্থানে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রসঙ্গে ভারুচের কালেক্টর তুষার সুমেরা বলেন, "গত দু'দিন ধরে গোল্ডেন ব্রিজে নর্মদা নদীর জলস্তর ৪০-৪১ ফুটের কাছাকাছি ঘোরাফেরা করছে। তবুও, এটি ৪০ ফুট-এই আটকে আছে। তবে দ্রুত জল নামবে বলে আশা করা যাচ্ছে। ইতিমধ্যে ৫ হাজার ৭০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"