ফের বিমান বিভ্রাট, মাঝ আকাশ থেকেই বিমান দৌড়ালো উল্টো পথে!

ক্ষতিগ্রস্ত বিমানটির পরীক্ষা শুরু করেছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
indigo flight edit .jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই ফের বিপদের মুখে পড়ল একটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার নাগপুর থেকে কলকাতার উদ্দেশ্যে উড়ে আসা ইন্ডিগো-র একটি বিমানে পাখির ধাক্কা লাগে মাঝ আকাশে। বিমানে ছিলেন মোট ২৭২ জন যাত্রী।

ঘটনার পরপরই পাইলট তৎপরতা দেখিয়ে বিমানটিকে ইউ-টার্ন করিয়ে নাগপুর বিমানবন্দরে জরুরিভিত্তিতে অবতরণ করান। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানের সামনের অংশে ক্ষতি হয়েছে। তবে স্বস্তির খবর, কোনও যাত্রীর কোনও ক্ষতি হয়নি।

নাগপুর বিমানবন্দরের আধিকারিকরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বিমানটির পরীক্ষা শুরু করেছেন। এয়ারপোর্টের সিনিয়র ডিরেক্টর আবিদ রুহি জানিয়েছেন, প্রাথমিক অনুমান অনুযায়ী পাখির ধাক্কাতেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

indigo

উল্লেখযোগ্যভাবে, গতকালই পুনে থেকে দিল্লি যাওয়ার পথে স্পাইস জেটের একটি বিমান মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসে এবং জরুরিভিত্তিতে অবতরণ করে।

এর আগে, গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল ২৭৫ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একের পর এক বিমান দুর্ঘটনা বা বিপত্তি যাত্রীদের আতঙ্ক বাড়াচ্ছে।