/anm-bengali/media/media_files/2024/12/27/1000133587.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গুজরাটের শাস্ত্রী নগর এলাকায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
এই প্রসঙ্গে দমকল কর্মকর্তা এইচসি গাধভি এদিন বলেন, “আমরা দুপুর ১২:৫২ মিনিট নাগাদ বিমান দুর্ঘটনার খবর পাই। তথ্য পাওয়ার সাথে সাথেই দলটি ঘটনাস্থলে পৌঁছায়। আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বিমানের পাইলটকে ভেতরে দেখা যায়। পাইলটকে হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই পাইলট”।
অন্যদিকে, এদিন এই প্রসঙ্গে ডিআইএসপি চিরাগ দেশাই বলেন, “আজ আমরেলির ভিশন ফ্লাইং ইনস্টিটিউটের একটি প্রশিক্ষণ বিমান শাস্ত্রী নগর এলাকায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি চালাচ্ছিলেন অনিকেত মহাজন, যিনি দুর্ঘটনায় প্রাণ হারান”।
#WATCH | Amreli, Gujarat: Fire officer HC Gadhvi says, "We received information about a plane crash at around 12:52 PM. The team immediately reached the spot as soon as the information was received. We controlled the fire. The pilot of the plane was seen inside. The pilot was… pic.twitter.com/Uf0WXjyqVp
— ANI (@ANI) April 22, 2025