বিমান দুর্ঘটনার ৮ দিন পার, ক’জনের ডিএনএ মিললো? রইলো বিস্তারিত

২১০টি মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
plane crash  hostel

File Picture

নিজস্ব সংবাদদাতা: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ডিএনএ নমুনার তথ্য ফের সামনে এলো। এদিন আহমেদাবাদ সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট রাকেশ জোশী প্রেস ব্রিফিং-এ বলেন, "বিকাল ৫.৪৫ পর্যন্ত, মৃতদের ২৩১টি ডিএনএ নমুনা তাদের পরিবারের সদস্যদের সাথে মিলেছে। ২৩১টি মিলে যাওয়া নমুনার মধ্যেমৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে ২১০টি ছে। ২১টি মৃতদেহের পরিবার তাদের পরিবারের অন্য সদস্যের ডিএনএ মিলের জন্য অপেক্ষা করছে। আমরা ১০টি মৃতদেহের পরিবারের সাথে যোগাযোগ করছি, যাতে তারা এসে মৃতদেহ নিয়ে যেতে পারে। বিমানবন্দর থেকে ছাড়পত্রের জন্য পোস্টমর্টেম রুমে তিনটি মৃতদেহ অপেক্ষা করছে। এই ২১০টির মধ্যে ১৬টি মৃতদেহ বিমানপথে এবং ১৯৪টি সড়কপথে স্থানান্তরিত হয়েছে”।