বিমান দুর্ঘটনায় আপনজনদের হারানো পরিবার এবার কেন্দ্রের কাছেই রাখছে প্রশ্ন

দুর্ঘটনার প্রাথমিক কারণ জানা গিয়েছে সেই রিপোর্ট থেকেই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ahmedabad [lane crash

File Picture

নিজস্ব সংবাদদাতা: আহমেদাবাদের বিমান দুর্ঘটনার ১ মাসের মাথায় প্রকাশ্যে এলো প্রাথমিক রিপোর্ট। দুর্ঘটনার প্রাথমিক কারণ জানা গিয়েছে সেই রিপোর্ট থেকেই। গত ১২ জুন AI 171 দুর্ঘটনার বিষয়ে AAIB-এর প্রাথমিক রিপোর্ট প্রকাশের পর, বিমান দুর্ঘটনায় বাবা-মাকে হারানো যশপাল সিং ভানসদিয়া দিলেন নিজের প্রতিক্রিয়া। তার কথায়, "সরকার এবং তদন্ত সংস্থাগুলির কাছে আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার আছে। রিপোর্টে বলা হয়েছে যে একজন পাইলট অন্যজনকে জিজ্ঞাসা করছেন যে তিনি সুইচটি বন্ধ করে দিয়েছেন কিনা, তার অর্থ হল কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল। বিমানের সমস্ত প্রতিরোধমূলক পরীক্ষা কি করা হয়েছিল? আমি আশা করি আমি এই সমস্ত প্রশ্নের উত্তর পাব"।

AHMEDABAD FLIGHT CLASH