/anm-bengali/media/media_files/2025/08/27/screenshot-2025-08-27-pm-2025-08-27-23-30-02.png)
নিজস্ব সংবাদদাতা: অবিরাম বৃষ্টিপাতের ফলে জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। হঠাৎ জলবৃদ্ধির কারণে সড়ক, সেতু ও বিদ্যুৎ লাইনের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নাঞ্চল ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দা ও সরকারি কর্মীদের নিরাপদে জেলার উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণকার্যে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন হয়েছে।
/anm-bengali/media/post_attachments/3702e590-550.png)
একজন জেলা প্রশাসনিক আধিকারিক বলেন, “আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি। ঝুঁকিপূর্ণ প্রতিটি এলাকায় টহল ও পর্যবেক্ষণ চালানো হচ্ছে। বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।”
তীব্র বৃষ্টির কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলেও বড় ধরনের প্রভাব পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে প্রশাসন সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় অতিরিক্ত প্রস্তুতি গ্রহণ করছে।
#WATCH | Jammu & Kashmir | Flash floods following incessant rainfall in the Ramban district have caused widespread damage to infrastructure. The state administration is on alert and has deployed precautionary measures by shifting residents and officials in low-lying areas to the… pic.twitter.com/tfX6nsMUCv
— ANI (@ANI) August 27, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us