ভেঙে গেল জাতীয় সড়ক, সিকিমের জন্য এখন শুধুই প্রার্থনা

হু হু করে জল বাড়ছে তিস্তা নদীর। ঘুম উড়ল প্রশাসনের।

author-image
SWETA MITRA
New Update
SIKKIM PRAY.jpg

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর-পূর্বভারতেরহিমালয়রাজ্যসিকিমে (Sikkim)ভারীবৃষ্টিপাতেরফলেতিস্তানদীতেমঙ্গলবাররাতেআকস্মিকবন্যাদেখাদিয়েছে।২৩জনসেনাসদস্যনিখোঁজরয়েছেনবলেজানাগেছেএবংতল্লাশিঅভিযানচলছে।এদিকে মেল্লিতে ভেসে গেছে ১০ নম্বর জাতীয় সড়ক। ভারতীয় সেনাবাহিনীর ২৩ জন সৈন্য ও বেসামরিক নাগরিক, যারা রাত দেড়টার দিকে লোনাক হ্রদে মেঘ ভাঙা বৃষ্টির পর থেকে নিখোঁজ রয়েছেন। এরপর থেকে সিংটামের কাছে বারডাংয়ে সেনাবাহিনীর প্রায় ৪১টি গাড়ি নিখোঁজ রয়েছে।