হড়পা বানের পর কিশ্তওয়ারে জরুরী তৎপরতায় চলছে উদ্ধার অভিযান

বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
flash flood

File Picture

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারের চাশোটি এলাকায় হড়পা বানের পর জরুরী তৎপরতায় চলছে ভারতীয় সেনাবাহিনীর অনুসন্ধান ও উদ্ধার অভিযান। যেখানে ১৪ আগস্ট মেঘ ভাঙার পর আকস্মিক বন্যা হয়েছিল সেই এলাকাগুলি এখন বিধ্বস্ত।

অতিরিক্ত এসপি পারদীপ সিং-এর মতে, এই ঘটনায় ৪৫ জন প্রাণ হারিয়েছেন। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।