নাগপুর হিংসা মামলায় কড়া পদক্ষেপ নিল পুলিশ ! চিরুনি তল্লাশিতে গ্রেপ্তার পাঁচ

নাগপুর পুলিশ জানিয়েছে অভিযুক্তদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

author-image
Debjit Biswas
New Update
h

নিজস্ব সংবাদদাতা : এবার নাগপুর হিংসা মামলায় বড় আপডেট নাগপুর পুলিশ। আজ এই নাগপুর হিংসা মামলায়, নাগপুরের ভালদারপুরা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছেন, নাগপুর পুলিশের ডেপুটি কমিশনার রাহুল মাদনে। তিনি বলেন, "আমরা সেই সমস্ত বাড়িগুলি চিহ্নিত করেছি, যেখান থেকে পুলিশের ওপর পাথর ছোড়া হয়েছিল।

Police

অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য চিরুনি তল্লাশি চলছে।" তিনি আরও জানান, "এই অভিযানের অংশ হিসেবে আমরা ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছি এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।''