জঙ্গিদের ‘ফাইভ-স্টার সুবিধা’! কংগ্রেস সরকারকে কাঠগড়ায় তুললেন চেলাভাড়ি নারায়ণস্বামী

“আমাদের গ্রেফতার করতে চায়, কিন্তু জঙ্গিদের নয়—এই সরকার অপরাধীদের পক্ষেই দাঁড়িয়েছে”।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিধান পরিষদের বিরোধী দলনেতা চেলাভাড়ি নারায়ণস্বামী। পারাপ্পনা অগ্রহারা জেলে জঙ্গিদের ‘ফাইভ-স্টার সুবিধা’ দেওয়া হচ্ছে—এই অভিযোগকে কেন্দ্র করে তিনি আজ সরাসরি কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দাগেন।

নারায়ণস্বামী বলেন,
“আমরা সরকারকে প্রশ্ন করেছি—কেন একজন সন্ত্রাসবাদীকে ফাইভ-স্টার সুবিধা দেওয়া হচ্ছে? আমাদের প্রশ্ন করা মাত্রই আমাদের গ্রেফতারের চেষ্টা করা হয়েছে, কিন্তু জঙ্গিদের গ্রেফতার বা শাস্তির কোনও উদ্যোগ নেই! এর মানে স্পষ্ট—এই সরকার সন্ত্রাসবাদী ও অপরাধীদের পক্ষেই দাঁড়িয়ে আছে।”

তিনি আরও দাবি করেন,
“এই কারণেই কর্নাটকের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে নেমে গেছে। অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠছে, আর সরকার তাদের রক্ষা করছে। সেই প্রতিবাদেই আজ আমরা আন্দোলনে নেমেছি।”