J&K : বাড়ছে শহীদের সংখ্যা, চলছে গুলি

শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে উপত্যকা (J&K)। জঙ্গি দমনে শুরু হয়েছে এনকাউন্টার (Encounter)। শেষ পাওয়া আপডেট অনুযায়ী মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে জানা গিয়েছে।

author-image
Pritam Santra
New Update
J&K

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে উপত্যকা (J&K)। জঙ্গি দমনে শুরু হয়েছে এনকাউন্টার (Encounter)। শেষ পাওয়া আপডেট অনুযায়ী মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে জানা গিয়েছে। ভারতের পাঁচজন সেনা (Indian Army) জওয়ান শহীদ হয়েছেন বলে খবর। রাজৌরিতে (Rajouri) উপস্থিত হয়েছেন সেনার অভিজ্ঞ আধিকারিকরা।