/anm-bengali/media/media_files/U7gyQUBusrEsAi0pA203.webp)
নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণপুর পুলিশ জানিয়েছে, নারায়ণপুর জেলার কোহকামেটা থানা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ নকশালপন্থী নিহত হয়েছে। তল্লাশি অভিযান চলছে।
#WATCH | Chhattisgarh: On 5 Naxalites killed in an encounter between security forces and Naxalites in Kohkameta PS area of Narayanpur, IG Bastar P Sundarraj says, "On 30th June, a joint force of DRG, STF, ITBP and BSF was sent for operation in Kohkameta area of Narayanpur… https://t.co/oHxublmGmEpic.twitter.com/YGx603Whj7
— ANI (@ANI) July 3, 2024
নারায়ণপুরের কোহকামেটা থানা এলাকায় নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে সংঘর্ষে ৫ নকশাল নিহত হওয়ার বিষয়ে আইজি বস্তারের পি সুন্দররাজ বলেছেন, "৩০ শে জুন, মাওবাদী ও নকশালদের উপস্থিতির খবর পেয়ে নারায়ণপুর জেলার কোহকামেটা এলাকায় ডিআরজি, এসটিএফ, আইটিবিপি এবং বিএসএফের একটি যৌথ বাহিনীকে অভিযানের জন্য পাঠানো হয়েছিল। অভিযানের সময় ২ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে নিরাপত্তা বাহিনীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। তল্লাশি চালিয়ে ৫ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয় এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। রিইনফোর্সমেন্ট টিমের মাধ্যমে তল্লাশি চলছে।"
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us