New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার সাত সকালে জঙ্গি দমনে ব্যাপক সাফল্য পেলেন নিরাপত্তা রক্ষীরা। এদিন সকাল থেকে জম্মু ও কাশ্মীরের (J&K) কুপওয়ারা জেলায় জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের মধ্যে গুলির লড়াই (Encounter) শুরু হয়। এদিকে এই এনকাউন্টারে বহু জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন এডিজিপি বিজয় কুমার। তিনি জানিয়েছেন, ‘আজকের এই এনকাউন্টারেপাঁচবিদেশিজঙ্গিনিহতহয়েছে। যদিও আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে নিরাপত্তা বাহিনীরতল্লাশিঅভিযানঅব্যাহত রয়েছে।
Kupwara encounter | Five foreign terrorists killed in the encounter, search operation underway: ADGP Kashmir, Vijay Kumar https://t.co/MvNPn65jBQ
— ANI (@ANI) June 16, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us