/anm-bengali/media/media_files/bMTDChNLeCf3IBZFmWX6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উধম সিং নগর জেলার খাতিমায় একটি গাড়ি শারদা নদীতে পড়ে যায়। এই ঘটনায় তিন শিশু সহ পাঁচজন নিহত হয়েছেন। লোহিয়াহেড পাওয়ার হাউজের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছ। জানা গিয়েছে, দুর্ঘটনায় দ্রৌপদী নামে এক মহিলা, তার মেয়ে, ভাইয়ের দুই সন্তান এবং গাড়ির চালকের মৃত্যু হয়েছে। দ্রৌপদী লোহিয়াহেড পাওয়ার হাউসের কর্মচারী ছিলেন। শারদা খালের পাড়ে ভাইয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। মোহন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডুবুরিদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরিরা খাল থেকে তিন শিশু সহ পাঁচজনকে উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন দ্রৌপদী দেবী (৩৪), জ্যোতি (৬), দীপিকা (৭), সোনু (৫) ও মোহন সিং ধামি (গাড়িচালক)।